পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরে সার্কিট হাউসের ভিতরে অবস্থিত হজরত জালাল উদ্দিন বুখারী আউলিয়ার, মাজার শরীফ যাকে শহরবাসি আকড়শা বাবা নামে পরিচিত । ২০শে মার্চ বৃহস্পতিবার বাবার ১০১ তম বর্ষ ঊরুষ উৎসব পালন করা হল। প্রতি বছরের মত এবছর ও ২০শে মার্চ ৬ চৈত্র বৃহস্পতিবার যথাযথ মর্যাদার সাথে বার্ষিক ঊরুষ পালন করা হচ্ছে। বাবার মাজারে সকাল থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম ও হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষেরা মাজারে এসে ধুপ চাদর চাপিয়ে প্রার্থনা করে। একই সাথে সকাল থেকেই মাজারের সামনে কোরআন পাঠ ও তেলাওয়াত করা হয়। সন্ধ্যায় থেকে মিলাদ এ মাইফিল ও দোয়ায়ে মাইফিল করা হয় মজার প্রাঙ্গনে শেষে মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। মাজার শরীফের খাদেম শেখ গোলাম মোহাম্মদ ,বাবু বলেন এই মাজারে প্রতিদিন মানুষ এসে ধুপ জ্বালিয়ে প্রার্থনা করে মনের আশা পূরণ করার জন্য,সকলের মনের আশা পূরণ হয়। তিনি জাগ্রত আউলিয়া। এই দিন মাজার প্রাঙ্গনে দেখা যায় মেদিনীপুর পৌরসভার কাউন্সিলার মৌ রায় কে অবশ্য তার নিজস্ব এলাকার প্রাঙ্গণে পড়ে এই মাজার শরিফ তাই তিনি এই মাজারে উপস্থিত হয়ে ধূপ জ্বালিয়ে বাবার কাছে মেদিনীপুর শহরবাসীর জন্য সুস্থ ও শান্তি থাকার জন্য প্রার্থনা করেন।
