Skip to content

এবিটিএ-এর ১০৪ তম প্রতিষ্ঠা দিবস পালন!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পালিত হলো শতাব্দী প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) এর ১০৪ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে মূল অনুষ্ঠানটি হয় সংগঠনের জেলা কেন্দ্র মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে অবস্থিত গোলকপতি ভবনে। মঙ্গলবার সকালে সমিতির জেলা দপ্তরে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক জগন্নাথ খান, খড়্গপুর মহকুমা সম্পাদক প্রভাস ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব। উপস্থিত ছিলেন সংগঠনের দুই প্রাক্তন জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ ও অশোক ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। শতাধিক সদস্য-সদস্যা সান্ধ্যকালীন কর্মসূচিতে যোগ দেন। জেলা কেন্দ্র ছাড়াও ঘাটাল, খড়্গপুর, চন্দ্রকোনা রোড়,দাঁতন সহ বিভিন্ন এলাকায় সমিতির প্রতিষ্ঠা দিবস পালিত হয়। উল্লেখ্য পরাধীন ভারতের অবিভক্ত বাংলার গাইবান্ধা ( অধুনা বাংলাদেশ) শহরে বিজ্ঞান তাপস আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সভাপতিত্বে ১৯২১ সালের ৬ ই ফেব্রুয়ারি। এদিন এই উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয় সংগঠনের চন্দ্রকোনারোড আঞ্চলিক শাখার উদ্যোগে সারদাময়ী বিদ্যালয়ের হোষ্টেল ক্যাম্পাসে। সেখানে এদিন সকাল অনাড়ম্বর ভাবে সমিতির পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান কর্মসূচি হয়‌। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাণী সহ ইমেইল বার্তা পাঠানো হয় আঞ্চলিক শাখার বিভিন্ন ইউনিটে। এই উপলক্ষ্যে জেলা কেন্দ্র সহ সমিতির অফিস গুলো সেজে উঠেছে রঙীন আলোকমালায় সেজে উঠেছে।

Latest