Skip to content

১১ তম ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার এন্ড হ্যান্ডিক্রাফট এক্সপো ২০২৪ উদ্বোধন হলো!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ২৫ শে জানুয়ারি শুভ উদ্বোধন হলো ১১ তম ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার এন্ড হ্যান্ডিক্রাফট এক্সপো ২০২৪ এর। বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের মুক্তমঞ্চে আয়োজন ছিল এই উদ্বোধনী অনুষ্ঠানের। এই মেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেছেন। ২৫ শে জানুয়ারি এই মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সরঙ্গি, বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ। প্রদীপ প্রজ্জলন করে এই মেলার শুভ উদ্বোধন করেন মানস ভুইয়া। জেলায় শিল্পের প্রয়োজন বলে বলেন মানস ভূঁইয়া। তিনি বলেন আমরা শিল্পবতিদের কাছে আবেদন করেছি পশ্চিম মেদিনীপুর জেলাকে শিল্পের জন্য ডেস্টিনেশন বানাতে। এই জেলায় জায়গা আছে, জল আছে, জঙ্গল আছে, পরিবেশ আছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা আছে।কিন্তু মানস বাবুর বলা এতকিছু আছের মধ্যেও উদ্বোধনী অনুষ্ঠানে ছিল না শুধু দর্শক। ১২ ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত মেদিনীপুর কলেজ মাঠে যে সৃষ্টিশ্রী মেলা হয়েছিল তাতেও দর্শক আসন ছিল খালি। নতুন করে যে শিল্প মেলা শুরু হল সেই শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানেও মঞ্চের সামনে দর্শকের আসন ছিল সম্পূর্ণ খালি। যদিও মানস ভূঁইয়া বলেন ঠাণ্ডা তো, শিশির পড়ছে তাই লোক আসেনি তবে লোক আসবে।

Latest