Skip to content

১২ই মার্চ প্রধানমন্ত্রী সমগ্র দেশে ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন!

নিজস্ব সংবাদদাতা : ১২ই মার্চ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সমগ্র দেশে ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন। গুলির মধ্যে নিউ জলপাইগুড়ি ও পটনার মধ্যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনও অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়াও প্রধানমন্ত্রী ৮৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেলওয়ে প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। মাননীয় প্রধানমন্ত্রীর একাধিক অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন এই দিন । ।খড়্গপুর বিভাগে, ২১ টি ও এসওপি স্টলের সূচনা করেন।শালিমারে রক্ষণাবেক্ষণ পরিকাঠামোর বন্দে ভারত চেয়ার কার রক্ষণাবেক্ষণ কাম ওয়ার্কশপ ডিপোতে উন্নীতকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন সূচনা করেন। খড়্গপুর স্টেশনে জন ঔষুধী কেন্দ্র, ওড়িশা মেটালক্সে গতি শক্তি কার্গো টার্মিনাল উৎসর্গ করা নেকুরসিনিতে, নিমপুরা থেকে কলাইকুণ্ডের মধ্যে 3য় লাইন এবং রানিতালে ৩য় এবং ৪র্থ লাইনের কাজ সূচনা করেন।খড়্গপুর ডিআরএম বলেন শালিমার, মেচেদা, খড়গপুর, ওএমপিএল উড়িষ্যা মেটালিক্স- গোকুলপুর, নেকুরসেনি গুডস শেড, বালেশ্বর, ঝাড়গ্রাম, বাংরিপোসি এবং রানিতালে আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই দিন। খড়্গপুর ডিআরএম বলেন যেহেতু এই সেমি হাই স্পিড ট্রেনটি সমস্ত ধরনের বিশ্বমানের আধুনিক সুযোগ-সুবিধাযুক্ত, তাই যাত্রীরা নিজেদের ভ্রমণের সময় এই পার্থক্য ভালভাবেই অনুভব করতে পারবেন।

Latest