নিজস্ব প্রতিবেদন : কটকের কাছে ১২৫৫১ বেঙ্গালুরু-কামাক্ষ্যা এক্সপ্রেস লাইনচ্যুত হয়। সেই দুর্ঘটনায় একজনই মারা গিয়েছেন। তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা শুভঙ্কর রায়। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, মাকে বেঙ্গালুরুতে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন শুভঙ্কর। সেখান থেকে তাঁরা এই ট্রেনে ফিরছিলেন। কিন্তু আর ঘরে ফেরা হল না। ট্রেন দুর্ঘটনায় ছেলের মৃত্যু হলেও অক্ষত রয়েছেন মা চিত্রা রায়। রবিবার ৩০শে মার্চ সকাল ১১:৫৪ মিনিটে ওড়িশায় খুরদা রোড ডিভিশনের কটক-নেরগুন্ডি রেলওয়ে সেকশনের নেরগুন্ডি স্টেশনের কাছে কোচগুলি লাইনচ্যুত হয়। আলিপুরদুয়ার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভঙ্কর একটি ইস্পাত কারখানায় কাজ করতেন। মায়ের হৃদযন্ত্রের সমস্যা ছিল। তাঁর চিকিৎসা করাতে বেঙ্গালুরু গিয়েছিলেন তিনি। এদিন শুভঙ্করের মৃত্যুর খবর ওড়িশা সরকার এবং রেল মারফত বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নামে পরিবারে।