Skip to content

মুম্বই মেল ১২৮১০ দুর্ঘটনার পরেই তৎপর রেল, চালু হয়েছে একগুচ্ছ হেল্প লাইন নম্বর!

নিজস্ব সংবাদদাতা :  আবারও রেল দুর্ঘটনা এবার লাইনচ্যুত হাওড়া-মুম্বই ১২৮১০ মেল। চক্রধরপুর ডিভিশনে বরাবাম্বু স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে ট্রেনটি। খবর পাওয়ার পরেই রেলের তরফে তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধারকার্য। একইসঙ্গে চালু করে হয়েছে হেল্প লাইন নম্বর ও হেল্প ডেস্ক।

রেল মন্ত্রকের তরফে যে হেল্প লাইন নম্বরগুলি চালু করা হয়েছে, সেগুলি হল-
টাটানগর - ০৬৫৭২২৯০৩২৪
চক্রধরপুর - ০৬৫৮৭২৩৮০৭২
রাউরকেলা - ০৬৬১২৫০১০৭২ / ০৬৬১২৫০০২৪৪
হাওড়া - ৯৪৩৩৩৫৭৯২০ / ০৩৩২৬৩৮২২১৭
ঝাড়সুগুডা - ০৬৬৪৫-২৭২৫৩০
সিএসএমটি স্টেশন পি অ্যান্ড টি - ০২২-২২৬৯৪০৪০
দাদার - ৯১৩৬৪৫২৩৮৭
কল্যাণ - ৮৩৫৬৮৪৮০৭৮
থানে - ৯৩২১৩৩৬৭৪৭

May be an image of train and text

Image

দক্ষিণ পূর্ব রেলওয়ে চক্রধরপুর বিভাগের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, জোরকদমে চলছে উদ্ধার কার্য। এদিকে দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে ছাড়ছে। দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তিনি। এ ছাড়া আরও পাঁচ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। তাঁদের চক্রধরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৮০ শতাংশ যাত্রীকে বাসে চক্রধরপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। বাকি ২০ শতাংশ যাত্রীকে একটি বিশেষ ট্রেনে চক্রধরপুরে নিয়ে যাওয়া হচ্ছে। 

Latest