বাঁকুড়া নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর ব্লকের মামুড়্যা গ্রামে শুক্রবার রাতে। গ্রামলাগোয়া মাঠ থেকে মাশরুম সংগ্রহ করে এনেছিল এক দল শিশু। সেই মাশরুম আবার নিজেরা রান্না করে খেয়েছিল তারা। কিন্তু খাওয়ার কিছু ক্ষণ পর থেকেই অসুস্থ হয়ে পড়ে শিশুরা।বমি, পেট ব্যাথা ও মাথা ঘোরা উপসর্গ শুরু হয় গ্রামের ১৩ জন শিশুর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি অসুস্থ শিশুদের রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের শারিরীক অবস্থার অবনতি হলে তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে ওই ১৩ জন শিশুর। প্রাথমিকভাবে অভিভাবকদের অনুমান শিশুরা ঠিকমতো শনাক্ত করতে না পারায় মাঠ থেকে বিষাক্ত মাশরুম সংগ্রহ করে ফেলেছিল। লুকিয়ে সেই বিষাক্ত মাশরুমই রান্না করে খাওয়ার ফলেই এই বিষক্রিয়া ঘটেছে।
বাঁকুড়া রাইপুরের বিডিও হীরক বিশ্বাস বলেন, “শুক্রবার রাতে খবর পাওয়ার পরই শিশুদের রাইপুর হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর প্রশাসনিক ব্যবস্থাপনাতেই শিশুগুলিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। শিশুগুলি এখন অনেকটাই সুস্থ। দ্রুত তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বিষাক্ত মাশরুম সংগ্রহ করে নিজেরাই রান্না করে খাওয়ার ফলেই এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। তবে ঠিক কী হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।