Skip to content

ভয়ংকর ধুলোঝড়ে বিপর্যস্ত মুম্বই,হোর্ডিং ভেঙে মৃত ১৪ জন!

নিজস্ব সংবাদদাতা : সোমবার বিকেলে ঝড়ের দাপটে পরিত্রাহি অবস্থা হয় মুম্বই নগরীর বাসিন্দাদের। প্রবল হাওয়ার দাপটে ঘাটকোপর এলাকায় ভেঙে পড়ে একটি বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড। আশপাশের এলাকার অনেকেই চাপা পড়েন ১০০ ফুট বিলবোর্ডের তলায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আপাতত ১৪ জনের মৃত্যু হয়েছে বিলবোর্ড চাপা পড়ে। আহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে।জানা গিয়েছে, ইগো মিডিয়া নামে একটি সংস্থা ওই বিলবোর্ড টাঙিয়েছিল। কিন্তু ওই এলাকাটি পুলিশ ওয়েলফেয়ার কর্পোরেশনকে লিজে দিয়েছিল মহারাষ্ট্র সরকারের পুলিশ হাউজিং বিভাগ। তবে ওই চত্বরে চারটি হোর্ডিং টাঙাতে ইগো মিডিয়াকে অনুমতি দিয়েছিলেন রেল পুলিশের এসিপি। কিন্তু এই হোর্ডিং টাঙানোর আগে মুম্বই কর্পোরেশনের থেকে নো অবজেকশন সার্টিফিকেট নেয়নি ইগো মিডিয়া। আগেই ঝড়ের পূর্বাভাস দিয়েছিল মহারাষ্ট্র আবহাওয়া দপ্তর। সতর্ক করা হয়েছিল মুম্বই, পালঘর এবং থানের বাসিন্দাদের। এর কিছু পরেই তুমুল ধুলোঝড় শুরু হয়। একটা সময়ে দৃশ্যমানতা গিয়ে পৌঁছয় প্রায় শূন্যতে। শহরের বিভিন্ন জায়গায় লম্বা যানজট দেখা দেয়। ট্রেন ও বিমান চলাচল থমকে যায়।

Latest