Skip to content

নাড়াজোল ছাত্রদলের উদ্যোগে রক্ত দান শিবির!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ১৪-ই জুন বিশ্ব রক্তদাতা দিবস।গ্রীষ্মকালীন রক্তের সংকট দূর করতে বিশ্ব রক্তদাতা দিবসে,নাড়াজোল ছাত্রদলের উদ্যোগে এক মহতী স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সারাবছর ধরে একাধিক রক্ত দান শিবির আয়োজনের মাধ্যমে ব্লাড ব্যাংকে রক্তের যোগান ঠিক রাখতে চেষ্টা করে নাড়াজোল ছাত্রদল। সেই সাথে সারাবছর ধরে সাধ্য মতো বিভিন্ন সমাজসেবা মূলক কাজ কর্ম করে এই সংগঠন। আজকের শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুরের বিধায়ক মমতা ভূঞ্যা মহাশয়া,অবসর প্রাপ্ত শিক্ষক তাপস কুমার পোড়েল, অবসর প্রাপ্ত শিক্ষক সিদ্ধার্থ শংকর চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামসুন্দর দোলই সহ আরও অনেকে। সকল রক্তদাতা কে বিশেষ ভাবে সম্মান জানানো হয়। তীব্র দাবদাহ কে উপেক্ষা করে ৮জন মহিলা সহ ৪১ জন রক্ত দান করেন। নাড়াজোল ছাত্রদল আগামী দিনে আরও বেশি করে সমাজসেবা মূলক কাজ করার বিষয়ে আশাবাদী।

Latest