Skip to content

অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম জন্মবার্ষিকীর সূচনা দিবসে শ্রদ্ধার্ঘ্য!

1 min read

নারায়ণ চন্দ্র নায়ক: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে মেচেদা বিদ্যাসাগর গ্রন্থাগারের অডিটোরিয়ামে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম (১৮৭৬ সালের ১৫ই সেপ্টেম্বর,৩১ শে ভাদ্র) জন্মবার্ষিকী সূচনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাসাগর অনুরাগী সমিতির সভাপতি গণেণ রায়।

উপস্থিত ছিলেন ট্রাস্ট সদস্য অধ্যাপিকা অনুরূপা দাস,চাঠরা কুঞ্জরানী হাইস্কুলের প্রধান শিক্ষক লক্ষীকান্ত প্রামাণিক,দাড়িওয়ালা ভীমচরন হাইস্কুলের প্রধান শিক্ষক পূর্ণেন্দু বিকাশ পাত্র,ডাঃ রমেশ বেরা,মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সদস্য দিলীপ মাইতি প্রমূখ। বাংলা নারীদের প্রতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি কি ছিল যা তার গল্প ও উপন্যাসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন —এই বিষয়ের উপরে আলোচনা করেন অধ্যাপিকা অনুরূপা দাস। তিনি শরৎচন্দ্রের কথা উল্লেখ করে বলেন শরৎচন্দ্র লিখেছিলেন "মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না, করে মনুষ্যত্বের মরণ দেখিলে"।

Latest