Skip to content

মেদিনীপুর ঊরুষ শরীফের ১৬১-তম বাৎসরিক উৎসব!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বুধবার ৬ই ফাল্গুন মেদিনীপুর খানকাহ শরিফে আলা হুজুর হযরত সৈয়দ শাহ মেহরে আলী আলকাদেরীর ১৬১ তম বার্ষিক উরস মুবারক মেদিনীপুর খানকাহ শরীফ পালন করা হয়। সাজ্জাদানশীন পীর সাহেবের হজরত সৈয়দ সাহা জালাল মুরশেদ আল কাদেরী আল বাগদাদী তত্ত্বাবধানে ৬ ফাল্গুন ১৯ ফেব্রুয়ারি বুধবার রাতে মেদিনীপুর খানকাহ শরীফে মহান সাড়ম্বরে উদযাপিত হয় বাৎসরিক উরুস। এই উরুস উৎসবে হাজার হাজার ভক্ত ও শীর্ষোর সমাগম হয়। এই দিন উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ ও অভিনেত্রী জুন মালিয়া, কেশপুরের বিধায়ক তথা রাজ্যের রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা, মেদিনীপুর বিধায়ক সুজয় হাজরা,বিধায়ক দীনেন রায়, মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খান, আব্দুল ওয়াহেদ স্থানীয় কাউন্সিলার সহ বিশিষ্ট গুণী ব্যক্তিরা। বিশিষ্ট গুণী ব্যক্তিজনের হাত দিয়ে উরুস শরীফ উপলক্ষে কাদেরই টাইমস উরুস একটি বই প্রকাশিত হয়। এই দিন হুজুর পাকের সমাধিতে চাদর চাপিয়ে দোয়া চান সকলের জন্য।

Latest