Skip to content

১৭ দিনের লড়াই শেষ,উত্তরকাশীতে রাতেই সূর্যোদয়!

নিজস্ব প্রতিবেদন : উত্তরকাশীর সংকীর্ণ সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার অভিযানের নেপথ‌্য নায়ক কে? উত্তর, একক কোনও নাম নয়। বিগত ১৭ দিন ধরে ৪১ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করার জন্য নিরলস প্রয়াস চালিয়ে গিয়েছেন অনেকে। তালিকায় রয়েছেন এনডিআরএফ, এসডিআরএফ, ভারতীয় সেনা এবং অন‌্যান‌্য রাজ্য তথা কেন্দ্রীয় সংস্থাগুলির কর্মীরা। আছেন স্থানীয় এবং বিদেশি বিশেষজ্ঞ এবং পরিবেশবিদরা। শুধু তাই নয়, বিদেশি যন্ত্র (পড়ুন অগার মেশিন) যখন দফায় দফায় বিকল হয়েছে ড্রিলিং করতে নেমে, তখন অন্তিম সময়ে রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ‘র‌্যাট হোল মাইনিং’ বিশেষজ্ঞরা। ওয়াকিল হাসান। তাঁর নেতৃত্বে থাকা ১২ জনের দলই উত্তরকাশীতে ইঁদুরের মতো গর্ত করে সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে উদ্ধার করেছে। মঙ্গলবার রাতে উদ্ধারকাজ শেষে সেই ‘দলপতি’ই আনন্দবাজার অনলাইনকে জানালেন, কাজটা ভীষণ ‘চ্যালেঞ্জিং’ ছিল। কলকাতা থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরের উত্তরকাশীতে থাকা ওয়াকিলের কণ্ঠস্বরে তখন স্পষ্ট যুদ্ধ জয়ের স্বস্তি। প্রায় এক শ্বাসেই জানালেন, মানুষ বাঁচানোর কাজ তাঁরা এই প্রথম করলেন। পাশাপাশি, দেশের জন্য কিছু একটা করতে পেরেছেন বলে যে ‘গর্ব’ অনুভব করছেন ওয়াকিলেরা, সে কথাও বলতে ভুললেন না।সব শেষে নাম করতেই হয় অন‌্য রাজ‌্য তথা কেন্দ্রীয় সংস্থাগুলির কর্মী, স্থানীয় বিশেষজ্ঞ, পরিবেশবিদ, এনডিআরএফ-এসডিআরএফ এবং ভারতীয় সেনার অবদানের কথা। অকুস্থলে সব সময়ের জন‌্য উপস্থিত ছিলেন ডাক্তার এবং স্বাস্থ‌্যকর্মীরাও। তাঁদের ধৈর্যে‌রও প্রশংসা করতেই হয়। উদ্ধারকাজ প্রসঙ্গে সংবাদমাধ‌্যমকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রবীণ যাদব নামে এক ভূ-গর্ভস্থ সুড়ঙ্গ-খনন বিশেষজ্ঞ, যিনি যুক্ত ‘ট্রেঞ্চলেস ইঞ্জিনিয়ারিং’ সংস্থার সঙ্গে।প্রবীণের দাবি, ‘‘উদ্ধারে যখন কোনও প্রক্রিয়াই কাজে আসছিল না, আমি আমার সহযোগীর সঙ্গে পাইপের ভিতরে ঢুকতে অনুমতি চাই। কিন্তু বাধা দেওয়া হয়, বলা হয়-এনডিআরএফ কর্মীরা চেষ্টা করছেন। কিন্তু দেখলাম, ওই জওয়ানরা যথেষ্ট স্থূল-লম্বা-চওড়া। পাইপগুলি তুলনায় সরু। পরে সেই আমার সুযোগ এল। আমি গ‌্যাস-কাটার এবং জলের বোতল নিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকলাম। কাজ ছিল পাইপের ভিতরে ঢুকে হাত দিয়ে মেটাল গার্ডার খুঁজে, গ‌্যাস কাটার দিয়ে কেটে বাধা সরানোর। গোটা কাজে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছিল, যখন তখন বিপদের আশঙ্কাও ছিল। ’’ শেষপর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে জয় হল ‘জন হেনরি’-দেরই। মার্কিন লোকগাথা অনুযায়ী, জন হেনরি যন্ত্রের সঙ্গে প্রতিযোগিতায় নেমে জিতেছিলেন শুধু হাতুড়ি হাতেই।

May be an image of 1 person

Latest