Skip to content

আমড়াতলা ড্যামে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক ছাত্র!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ঘটনা ঘটেছে সোমবার ২৮শে জুলাই মেদিনীপুর সদরের আমড়াতলা ড্যাম এলাকায়। স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল অংশু দাস। স্কুলে না গিয়ে পাঁচ বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিল জঙ্গল লাগোয়া এলাকায়। তাদের মধ্যে একজন জলাশয়ে স্নান করতে নেমেছিল। সেখানেই জলে তলিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাটি সোমবার মেদিনীপুর সদরের আমড়াতলা ড্যাম এলাকায়। ওই ছাত্রের নাম অংশু দাস বয়স ১৭,বাড়ি মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায়।

নদীতে তলিয়ে গেল কিশোর

মেদিনীপুর কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। জানা গিয়েছে, এদিন সকাল দশটার পরে অংশু বাড়ি থেকে বের হয়েছিল স্কুলে যাওয়ার জন্য। স্কুলে না গিয়ে অংশু সহ আরও চার বন্ধু সাইকেলে করে চলে যায় গুড়গুড়িপাল থানার আমড়াতলা ড্যামে। সেখানেই অংশু স্নান করবে বলে জলাশয়ে নামে। সে নাকি সাঁতার জানে বলেও বন্ধুদের জানিয়েছিল। স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। স্থানীয়রা জানতে পেরে গুড়গুড়িপাল থানায় খবর দেয়। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা জলে নেমে দীর্ঘক্ষণ পর তাকে উদ্ধার করে। খবর দেওয়া হয় ওই ছাত্রদের পরিবারে। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর একটা নাগাদ ওই ঘটনাটি ঘটে। সাড়ে তিনটে নাগাদ ওই ছাত্রের নিথর দেহ জল থেকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় নেমেছে শোকের ছায়া। বাকি ছাত্রদের পরিবারের লোকজন এসে তাদের নিয়ে যায়। দুর্ঘটনা নাকি অন্য কোন রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Latest