Skip to content

২০২৪ এ ফটোগ্রাফি ফোরামের দ্বিতীয় এক্সপো অক্টোবর মাসে!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ২০২৪ এ ফটোগ্রাফি ফোরামের দ্বিতীয় এক্সপো অক্টোবর মাসে। তার আগে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো পোস্টার। দেখতে দেখতে ফটোগ্রাফি ইউনাইটেড ফোরাম পশ্চিম মেদিনীপুর ৭ বছরে পদার্পণ করতে চলেছে।আগে বিভিন্ন কোম্পানি মারফত ফটোগ্রাফি এক্সপো অনুষ্ঠিত হতো ভিন্ন ভিন্ন জায়গায় যেখানে অংশ নিত জেলা সহ ভিন্ন রাজ্যের ফটোগ্রাফাররা।এবার ফটোগ্রাফি ফোরামের তরফ থেকে দ্বিতীয় বছর বেঙ্গল ফটো এন্ড ভিডিও এক্সপো ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।মূলত ২৪,২৫ ও ২৬ সে অক্টোবরে এই তিন দিন ধরে এই এক্সপো অনুষ্ঠিত হবে। যেখানে নতুন নতুন ক্যামেরা এবং তার equipment লঞ্চ হলে সেগুলো হাতে ধরে শেখানো হয়।এরই সঙ্গে নতুনত্ব ফটোগ্রাফি,ভিডিওগ্রাফির ট্রেনিং তার কলা কৌশল শেখারই মাধ্যম হল এই এক্স পো।কারণ বিভিন্ন কোম্পানি তার নতুন নতুন ভিডিও স্টিল ক্যামেরা,লেন্স লঞ্চ করার সময় তার ফিচার সম্পর্কে জানান দিতেই ধরনের এক্সপো করে থাকে যা বিভিন্ন উৎসব অনুষ্ঠানের কাজে বিশেষ ভাবে ব্যবহৃত হয়।এরই সঙ্গে ডিজিটাল মাধ্যমে উত্তরোত্তর ফটোগ্রাফির ইকুপমেন্ট উন্নতিকরণ ঘটে চলেছে।যেগুলোর ব্যবহার করার ক্ষেত্রে তার সুনির্দিষ্ট কৌশল দক্ষতা প্রয়োজন।সেগুলোও এই এক্সপোতে দেখানো হবে।এইদিন মেদিনীপুরের একটি লজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই এক্সপোর পোস্টার উদ্বোধন হয়।এই উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন ফটোগ্রাফি ফোরামের সভাপতি সত্য রঞ্জন সাউ,কনভেনার তন্ময় চক্রবর্তী,সেক্রেটারি প্রভাত নাগ,শহর কনভেনার সুজয় মাইতি সহ প্রায় কয়েক শতাধিক ফটোগ্রাফার।অন্যদিকে এরই পাশাপাশি ফুজি ফিল্মের ক্যামেরার নতুনত্ব নিয়ে একটি ওয়ার্কশপ অনুষ্ঠানও হয়।এদিন ফুজি ফিল্মের তরফ থেকে উপস্থিত হয়েছিলেন সেলস হেড রাজন সিং,টেকনিক্যাল হেড ইরেজার এবং মেন্টর অর্ঘ্য চ্যাটার্জি।

Latest