নিজস্ব সংবাদদাতা : তিনি ছিলেন 'চৌধুরী প্যালেস'-এর অন্যতম ভূত! 'খুব গরিব আদমি' আত্মারাম রিকশা টেনেই দিন গুজরান করতেন। অনীক দত্তের 'ভূতের ভবিষ্যৎ' ছবির এই চরিত্র বাঙালি আজও ভোলেনি। আত্মারাম ওরফে অভিনেতা উদয়শঙ্কর পাল দীর্ঘ সময় ধরেই অসুস্থ ছিলেন। সোমবার রাতে তিনি প্রয়াত হয়েছেন। তিনি যে সত্যি আমাদের মাঝে আর নেই, তা মানতেই পারছেন না টলিপাড়ার অনেকে। কী হয়েছিল ‘আত্মারাম’ উদয়শঙ্করের? দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন উদয়শঙ্কর। ফুসফুসে ক্যানসার ছিল তাঁর। থার্ড স্টেজ ক্যানসার। চিকিৎসকেরা প্রায় জবাব দিয়েই দিয়েছিলেন। তাও তাঁকে বাঁচিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন চিকিৎসকেরা। প্রথম দিকে বাড়িতেই ছিলেন। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ২০ মে, সোমবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস নিয়েছিলেন উদয়শঙ্কর।মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। ভাল-ভাল বাংলা ছবিতে দর্শক তাঁকে দেখেছেন। যেমন ‘চতুষ্কোণ’, ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’, ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘আশ্চর্য প্রদীপ’ কিংবা ‘শজারুর কাঁটা’।আজ তাঁর প্রয়াণে কার্যতঃ শোকের ছায়া নেমে আসে মঞ্চ ও চিত্রজগতে। তাঁর আত্মার শান্তি কামনা করি।