পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে,২১ শে জুলাইয়ের সমর্থনে মেদিনীপুর শহরে জনসভা করলেন সায়নী ঘোষ। শনিবার বিকেলে মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের আয়োজনে এক মহা মিছিল এবং সমাবেশ।মেদিনীপুর কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়ে এল আই সি মোড়ে পর্যন্ত।

এই মিছিলে পা মেলান প্রায় ৩০ হাজার কর্মী সমর্থকরা একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো এই সমর্থনে মহা মিছিলে পা মিলিয়েছেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ।

এবার ২০২৬-এ চতুর্থ বারের জন্য রাজ্যের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর শপথ নিবে তাই এখন থেকেই একত্রিত হয়ে নেমে পড়তে হবে।তিনি সর্বদা মানুষের জন্য কাজ করে চলেন। তাই আগামী দিনে মানুষ মমতা দির পাশেই থাকবে। সমাবেশে উপস্থিত ছিলেন আই টি সভাপতি দেবাংশু ভট্টাচার্য,রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সাংসদ জুন মালিয়া , সাংসদ সায়নী ঘোষ, সুজয় হাজরা, দীনেন রায়, শ্রীকান্ত মাহাতো,নির্মাল্য চক্রবর্তী সূর্য অট্ট,বিক্রম প্রধান, উত্তরা সিং হাজরা, সহ একাধিক কাউন্সিলার অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী। সভায় দেবাংশু ভট্টাচার্য বলেন ২০২৬ এ পুনরায় তৃণমূল ক্ষমতায় আসবে ২৩০+ আসন নিয়ে। তিনি বলেন বারবার সভাপতি বদলেও বিজেপির কোন লাভ হবে না, বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭ থেকে ৩৭ এ নেমে যাবে।