Skip to content

২১শে জুলাই কে সামনে রেখে শনিবার মেদিনীপুর শহরে এলআইসি মোড়ে একুশে প্রস্তুতি সভা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : একুশে জুলাই ধর্মতলা শহীদ স্মরণ সমাবেশ হতে চলেছে সেই সমাবেশে প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়, আজ সবা মঞ্চ থেকে ই ২০২৬-এর নির্বাচনের পথ চলার নির্দেশ দেবেন কর্মীদেরকে।

আর এই ২১শে জুলাই কে সামনে রেখে শনিবার মেদিনীপুর শহরে এলআইসি মোড়ে একুশে প্রস্তুতি সভায় এসে বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য।এই একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ একুশে জুলাই, আর এই একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চতুর্থ বারের শপথ গ্রহণের একুশে জুলাই, চতুর্থ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একুশে জুলাই হবে সেই দিন দ্বিগুণ শক্তি নিয়ে বিধানসভার ভিতরে থাকেন এই শপথ গ্রহণ করে আমাদেরকে আগামী একুশে জুলাই ধর্মতলায় কাঁধে কাঁধে মিলিয়ে সরকারকে শক্ত করার আহ্বান জানান দেমাংশু, বিজেপিকে কটাক্ষ করে ওমর আকবর অ্যান্টনি, চলছে বিজেপিতে আগামী ২৬ এর ভোটে শেষ ৭৭ থেকে ৩৭ এ নেমে যাবে বিজেপির সিট, বিজেপি পলিটিক্স হল হিন্দু-মুসলিমের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া দেশকে ফাঁকা করা, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি করা এটাই বিজেপির রাজনীতি তাই সকলকে সতর্ক থাকতে হবে বিজেপির ধর্মের রাজনীতিতে পা দেবেন না, শক্তিশালী হয়ে একুশে খেলা খেলেছেন আবার ছাব্বিশে আরেকটা খেলার প্রস্তুতি নিতে হবে এবারের খেলা কিন্তু ওয়ার্ল্ড কাপ।

ওদের অনেক পিলিয়ার আছে অনেক ক্ষমতা আছে, কিন্তু আমাদের একটাই মমতা আছে। তোমাদের সবাই একদিকে থাকবে আর একদিকে থাকবে হাওয়াই চটি সাদা শাড়ি পরা মহিলা থাকবে, এক পায়ে ২০২১ এ লড়াই করেছে আর এবার ২০২৬-এ দুই পায়ে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে।তাই আগামী দিনে মানুষ মমতা দির পাশেই থাকবে। সমাবেশে উপস্থিত ছিলেন জুন মালিয়া ,সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, তৃণাঙ্কুর ভট্টাচার্য, সুজয় হাজরা, দীনেন রায়, শ্রীকান্ত মাহাতো,নির্মাল্য চক্রবর্তী সূর্য অট্ট,বিক্রম প্রধান, উত্তরা সিং হাজরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী। সভায় দেবাংশু ভট্টাচার্য বলেন ২০২৬ এ পুনরায় তৃণমূল ক্ষমতায় আসবে ২৩০+ আসন নিয়ে। তিনি বলেন বারবার সভাপতি বদলেও বিজেপির কোন লাভ হবে না, বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭ থেকে ৩৭ এ নেমে যাবে।

Latest