Skip to content

২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে একটি মিছিলের জনসমাবেশ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সামনে ২১ শে জুলাই। তৃণমূলের শহীদ তর্পণ দিবস। মেদিনীপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাইকে সামনে রেখে একটি মিছিল হল বৃহস্পতিবার। মিছিলে পা মেলান হাজার খানেক দলীয় সমর্থকরা। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে এই মিছিল বটতলা চক, গোলকুয়া চক হয়ে পুনরায় বিদ্যাসাগর হলেই শেষ হয়। তাছাড়া উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া, পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, উপ পৌর মাতা অনিমা সাহা, যুব সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ, জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী,শহর তৃণমূল যুব কংগ্রেসের আবির আগারওয়াল কাউন্সিলার মৌ রায়, সত্য পইড়া, সৌরভ বসু,মিতালী ব্যানার্জী, সহ অন্যান্ন দলীয় নেতা-নেত্রীরা। মূলত আগামী একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবসে দলীয় শোভা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন দলকে সেই বার্তায় এগিয়ে যাবে দলীয় সমর্থকরা। সেই কর্মসূচিকেই কেন্দ্র করে মেদিনীপুর শহর তৃনমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আবীর আগরওয়ালের নেতৃত্বে বহু সংখ্যক যুব সদস্য ও সদস্যা এই মিছিলে যোগ দেন। যা ছিল চোখে পড়ার মতো। তার কর্মের ভিত্তিতেই রাজনৈতিক মহলে বর্তমান সাংসদ জুন মালিয়ার খুব কাছের নেতৃত্ব বলেও পরিচিত এই দাপুটে যুব নেতা। এমনকি প্রায় বিরোধী শিবিরের সাথে সরাসরি রাজনৈতিক ময়দানের লড়াইয়ে দেখা যায় তাঁকে।

0:00
/0:52

Latest