Skip to content

রাত ফুরালেই যুব তৃণমূল কংগ্রেস ডাকে কোলকাতার ধর্মতলায় ২১ শে জুলাই শহীদ সমাবেশ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রাত ফুরালেই যুব তৃণমূল কংগ্রেস ডাকে কোলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশ। সেই সমাবেশকে সফল করতে ইতিমধ্যেই রাজ্য ময়দানে নেমে পড়েছে তৃণমূল। সভা, মিছিলের মধ্য দিয়ে ২১ শে জুলাই এর সমর্থনে প্রচার সেরে ফেলেছেন তৃণমূল। এবার সেই সমাবেশ স্থলে যাওয়ার পালা।

কয়েক লক্ষাধিক মানুষের সমাবেশে যোগ দিতে তাই আগেভাগেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের আবেদনে সাড়া দিয়ে রবিবার রাত থেকেই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। মেদিনীপুর রেলওয়ে ষ্টেশনে ধরা পড়লো সেই ছবি। শয়ে শয়ে মানুষ ট্রেনে করে কোলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। শুধু ট্রেনই নয় বাস সহ বিভিন্ন গাড়িতে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মানুষ।

সুষ্ঠু ভাবে যাতে মানুষ কোলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারেন সেজন্য মেদিনীপুর ষ্টেশনে রাত থেকেই উপস্থিত রয়েছেন বিধায়ক সুজয় হাজরা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী মৌ রায়, আবির আগারওয়াল খড়গপুর গ্রামীন বিধায়ক দীনেন রায়, সহ জেলা তৃণমূল নেতৃত্ব।কারন আগামীকালই ধর্মতলার সমাবেশ মঞ্চ থেকে রাজ্যবাসী তথা দলীয় কর্মী সমর্থকদের নানা বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়। পাশাপশি ২০২৬ শের বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের পথ নির্দেশ দেবেন দলীয় নেতৃত্বগন। তবে কি বার্তা দেন সেই অপেক্ষায় রয়েছেন দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

Latest