Skip to content

খড়গপুরে স্কাউটস অ্যান্ড গাইডসের ২২তম জেলা শিবিরের কর্মসূচি!

নিজস্ব সংবাদদাতা :  ২৬শে ডিসেম্বর শুক্রবার স্কাউটস অ্যান্ড গাইডসের ২২তম জেলা প্রশিক্ষণ শিবির হল খড়গপুরে। উদ্বোধন করেন খড়গপুরে ডিআরএম ললিত মোহন পান্ডে, সাথে ছিলেন এসইআরডব্লিউডব্লিউও খড়গপুরের সভানেত্রী।

এই অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এসইআরডব্লিউডব্লিউও-এর সদস্যরা উপস্থিত ছিলেন। রেলওয়ে স্কুল ও ইউনিট থেকে প্রায় ৪০০ জন স্কাউট ও গাইড এই শিবিরে অংশগ্রহণ করছে এবং মার্চ পাস্ট, লোকনৃত্য, ক্যাম্প ক্র্যাফট, রাঙ্গোলি, কক্ষ সজ্জা এবং আরও অনেক কার্যকলাপের মাধ্যমে তাদের দক্ষতা ও উদ্দীপনা প্রদর্শন করছে। এই শিবিরটি শৃঙ্খলা, নেতৃত্ব, সৃজনশীলতা, দলবদ্ধ কাজ, আত্মনির্ভরশীলতা এবং সেবার মনোভাবকে উৎসাহিত করে এবং অর্থপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে তরুণ মনকে ক্ষমতায়িত করে।

Latest