Skip to content

শিলদাকাণ্ডে ২৩জন মাওবাদী দোষীসাব্যস্ত করল পশ্চিম মেদিনীপুর জজকোর্ট!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ২০১০ সালের ১৫ই ফেব্রুয়ারি শিলদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্ত্বরে ইএফআর ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা। বিকেল ৫টা নাগাদ ওই ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র মাওবাদীরা। এই মামলায় অভিযোগ ছিল মোট ২৪ জনের বিরুদ্ধে।জওয়ানদের গুলি করে খুন করার পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয় ক্যাম্পে। লুটপাট চলে ইএফআরের অস্ত্র ভান্ডারে।সে দিনের হামলায় ২৪জন ইএফআর জওয়ানের মৃত্যু হয়েছিল। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জজকোর্টে ১৪ জন মাওবাদীকে পেশ করা হয়। ১০ জন জামিনে মুক্ত ছিলেন। মঙ্গলবার ২৩ জনকেই আদালতে হাজির করানো হলে বিচারক তাঁদের সকলকেই দোষী সাব্যস্ত করেন এবং জামিনে থাকা ন’জনকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। বুধ এবং বৃহস্পতিবার ২৩ জনের বক্তব্য শুনবেন বিচারক, তার পরেই সাজা ঘোষণা হবে।’’এই মামলা প্রথমে শুরু হয়েছিল ঝাড়গ্রাম আদালতে। পরর্বতীতে সেই মামলার শুনানি শুরু হয় পশ্চিম মেদিনীপুর জজ কোর্টে। আদালত সূত্রে জানা গিয়েছে, জামিনে মুক্ত ছিলেন লোচন সিংহ সর্দার, চুনারাম বাস্কে, রমসাই হাঁসদা, আশিস মাহাত, ধৃতিরঞ্জন মাহাত, অর্ণব দাম, বিষ্ণু সারেন, বুদ্ধেশ্বর মাহাত এবং প্রশান্ত পাত্র। জেল হেফাজতে ছিলেন শ্যামচরণ হাঁসদা, রাজেশ হাঁসদা, শুকলাল সরেন, রাজেশ মুন্ডা, মানস মাহাত, কানাই হাঁসদা, কল্পনা মাইতি, সনাতন সরেন, মনসারাম হেমব্রম, ঠাকুরমনি হেমব্রম, ইন্দ্রজিৎ কর্মকার, কাজল মাহাত, রঞ্জন মুন্ডা এবং মঙ্গল সরেন।আগামী বুধবার ও বৃহস্পতিবার দু ধাপে তাদের সাজা ঘোষণা করা হবে মেদিনীপুর জজ কোর্টে। কী সাজা দেওয়া হবে সেই তাকিয়েই এখন সকলে। 

Latest