Skip to content

২৫ থেকে ৩০ বছরের পুরানো গাছ কাটা ও রাস্তা তৈরী নিয়ে গন্ডগোল!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছ কেটে হাইকোর্টের নির্দেশকে অমান্য করে রাস্তা তৈরী করার অভিযোগ উঠলো মেদিনীপুর পৌরসভার বিরুদ্ধে। প্রতিবাদে গলায় দড়ি দিয়ে প্রতীকী আত্মহত্যার চেষ্টা প্রতিবাদী ব্যক্তি কার্তিক ধর নামে এলাকার এক ব্যক্তির। তবে আন্দোলনের পরেই প্রতিবাদী ব্যক্তিকে আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের অরবিন্দ নগরের টিভি টাওয়ার মাঠের। প্রতিবাদী ব্যক্তি কার্তিক ধরের অভিযোগ, হাইকোর্টের নির্দেশকে সম্পূর্ন অমান্য করে বন দপ্তরের কোন রকম অনুমতি ছাড়াই প্রায় ২৫/৩০ বছরের পুরানো গাছ কেটে রাস্তা তৈরী করেছে মেদিনীপুর পৌরসভা এবং সেই রাস্তার উদ্বোধনও করা হয়েছে। তারই প্রতিবাদে এদিন দুপুরে মেদিনীপুর জর্জকোর্ট লাগোয়া রাস্তার ধারে ফাঁসির মঞ্চ তৈরি করে গলায় দড়ি দিয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়েছে। পরে একটি গাছকে ফাঁসিতে ঝুলিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে অরবিন্দ নগরের মানুষেরা। যদিও তারপরই পুলিশ কার্তিক ধরকে আটক করে। অন্যদিকে মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানান, মেদিনীপুর শহর থেকে পঞ্চায়েত এলাকায় যাওয়ার জন্য নির্দিষ্ট কোন রাস্তা না থাকায় টিভি টাওয়ার খেলার মাঠের উপর দিয়েই প্রতিদিন যাতায়াত করতে হতো হাজার হাজার মানুষকে। তাই সাধারন মানুষের কথা ভেবে হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এই রাস্তা তৈরী করা হয়েছে। রাস্তা তৈরী করতে গিয়ে যে একটি গাছ কাটা হয়েছে তার পরিবর্তে ১২ টি গাছ লাগানো হয়েছে।মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি তথা এলাকার বাসিন্দা সুজয় হাজরা বলেন, হাইকোর্টের নির্দেশকে কোনভাবেই অমান্য করা হয়নি। যা হয়েছে আইন মেনেই হয়েছে এবং মানুষের স্বার্থে হয়েছে।

Latest