Skip to content

বন বিভাগ এবং পুলিশের মধ্যে সমন্বয়ের কারণে ২৬টি হাতিকে গড়বেতা পার করানো হয়!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  ১৩ই ডিসেম্বর শনিবার গভীর রাত থেকে একটি ‘হুলা পার্টি’ (হাতি তাড়ানোর জন্য গঠিত একটি দল), বন বিভাগ এবং গড়বেতা পুলিশের উপস্থিতিতে ২৬টি হাতিকে গড়বেতা থেকে হুমগড় বনের দিকে নিরাপদে পার করানো হয়।শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া এই অভিযানে দীর্ঘ সময় ধরে নজরদারি চালানো হয়।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে গড়বেতা ও আশপাশের এলাকায় হাতির দল ঘোরাফেরা করছিল। ফলে চাষের জমি ও জনবসতিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত হুলা পার্টিকে নামানো হয়। পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনও সতর্ক অবস্থান নেয়। রাস্তায় যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর একে একে ২৬টি হাতিকে হুমগড় জঙ্গলের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে যে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী দিনেও হাতির কার্যকলাপ পর্যবেক্ষণ করা হবে, যাতে মানুষ নিরাপদ থাকে এবং হাতিরাও নিরাপদে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরে যেতে পারে।

Latest