Skip to content

২৬ জন তৃণমূল সাংসদদের শপথে সংবিধান আর ‘জয় বাংলা’ স্লোগান,শপথবাক্য পাঠ শেষে নিজেদের কেন্দ্রের নামে জয়ধ্বনি!

নিজস্ব সংবাদদাতা : বাংলায় ৪২টির মধ্যে ২৯টি লোকসভা আসন জিতেছে তৃণমূল। তবে মঙ্গলবার শপথ নিয়েছেন ২৬ জন সাংসদ। তৃণমূলের নির্বাচিত সাংসদদের মধ্যে শত্রুঘ্ন সিনহা ছাড়া শপথ নেননি বসিরহাটের নুরুল ইসলাম এবং ঘাটালের দীপক অধিকারী (দেব)। জানা গিয়েছে, নুরুল অসুস্থ। দেব কাজে ব্যস্ত। ইংরেজিতে শপথ নিলেন দমদম থেকে চতুর্থ বার জেতা প্রবীণ রাজনীতিক সৌগত রায়। শপথবাক্য পাঠ করতে মেদিনীপুর থেকে জয়ী জুন মালিয়া, উলুবেড়িয়ার সাজদা আহমেদ এবং জয়নগরের প্রতিমা মণ্ডলও ও বেছে নিয়েছিলেন ইংরেজি ভাষা। ঝাড়গ্রামের কালীপদ সোরেন অবশ্য সাঁওতালি ভাষায় শপথবাক্য পাঠ করেছেন। প্রত্যেকেই শপথ শেষ করেছেন মমতা এবং অভিষেকের নামে জয়ধ্বনি দিয়ে। সঙ্গে ‘জয় বাংলা’ স্লোগান। গুজরাতি পাঠান হিন্দিতে শপথ নিয়ে শেষে বলেছেন, ‘‘জয় বাংলা, জয় গুজরাত।’’ আর বিহারের মিথিলার সন্তান কীর্তি বলেছেন, ‘‘জয় বাংলা, জয় মিথিলা, জয় ভারত।’’ আবার বাংলা ভাষাতেই শপথ নিলেন মহুয়া মৈত্র। অভিষেক তিনিও বাংলাতেই শপথ নিয়েছেন। সৌগত, মহুয়া জয়ধ্বনি দিয়েছেন সংবিধানের। জয়নগরের প্রতিমা বলেছেন ‘‘আমি জয়নগরের সমস্ত মানুষকে নতমস্তকে প্রণাম জানাই।’’ যাদবপুরের সায়নী ঘোষ,বলেছেন, ‘‘জয় যাদবপুর।’’ বীরভূমের শতাব্দী রায় শপথবাক্য পাঠ শেষে নিজেদের কেন্দ্রের নামে জয়ধ্বনি দিয়েছেন। বলেছেন, ‘‘বীরভূমের জয় হোক। তবে শপথ অনুষ্ঠান মাতিয়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ শপথবাক্য শুরু করেন সংস্কৃতে চন্ডীস্তোত্র পাঠ করতে। লোকসভার ভিতরে শপথ অনুষ্ঠানে হাত তুলে স্লোগান দিয়ে শ্রীরামপুরের সাংসদ জনসভার মেজাজই এনে দিয়েছিলেন প্রায়। তৃণমূলের টিকিটে জয়ী মহিলা প্রার্থী সকলে শপথ নিয়েছেন শাড়ি পরেই। পোশাকে নজর কেড়েছেন ব্যারাকপুর থেকে জয়ী পার্থ ভৌমিক। সাদা শার্টের বুক পকেটের কাছে নীল দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা ‘জয় বাংলা’। মঙ্গলে পদ্মশিবিরের বাকি ১০ জন শপথ নিয়েছেন।

Latest