নিজস্ব সংবাদদাতা : ক্রিকেট মাঠে নতুন অধ্যায় লিখতে যাচ্ছেন এক তরুণ প্রশাসক। মাত্র ২৯ বছর বয়সেই রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি পদে বসলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ছেলে মহানার্যমান। গ্বালিয়রের রাজপরিবারের সন্তান। উচ্চশিক্ষিত। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত পড়াশোনা দুন স্কুলে। ২০১৯ সালে রাষ্ট্রবিজ্ঞান এবং প্রশাসন নিয়ে স্নাতক আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও পড়াশোনা রয়েছে মহানার্যমানের।রাজনীতি আর রাজপরিবারের উত্তরাধিকার বয়ে নিয়ে আসা এই যুবা ক্রিকেটপ্রেমী এখন নজরে এসেছেন সারা দেশের। রাজপরিবারের উত্তরসূরি হয়েও খেলাধুলার প্রতি অনুরাগ তাঁকে আলাদা পরিচয় এনে দিয়েছে। তাঁর বাসস্থান গ্বালিয়রের ঐতিহ্যবাহী প্রাসাদ, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪,০০০ কোটি টাকা। রাজকীয় ঐশ্বর্যের মাঝেও ক্রিকেট প্রশাসক হিসেবে নিজের স্বপ্নপূরণে মন দিয়েছেন তিনি। তিন বছর আগে শুরু হয়েছিল তাঁর ক্রিকেট প্রশাসনের যাত্রা। ২০২২ সালে গ্বালিয়র ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়ে দ্রুতই নিজের দক্ষতা প্রমাণ করেন। তাঁর উদ্যোগেই শুরু হয় মধ্যপ্রদেশ টি-টোয়েন্টি লিগ, যা রাজ্যের ক্রিকেটারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখন হাতে এসেছে আরও বড় দায়িত্ব। দেশের অন্যতম প্রভাবশালী ক্রিকেট সংস্থার সভাপতি পদে বসে তিনি জানিয়ে দিয়েছেন— তরুণ প্রতিভাদের উন্নয়নে তাঁর অগ্রাধিকার থাকবে সর্বাগ্রে। ক্রিকেটের উন্নয়নকে সামনে রেখে স্বচ্ছ প্রশাসন ও আধুনিক অবকাঠামো গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য। এত অল্প বয়সে এমন দায়িত্ব হাতে পাওয়া সহজ নয়। কিন্তু রাজপরিবারের উত্তরাধিকার, ক্রিকেটের প্রতি ভালোবাসা আর দূরদর্শী দৃষ্টিভঙ্গি— সব মিলিয়ে নতুন সভাপতি ইতিমধ্যেই হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু।
২৯ বছর বয়সেই রাজ্য ক্রিকেটের সভাপতি! ৪,০০০ কোটি টাকার প্রাসাদে থাকেন এই তরুণ, হাতে এল দেশের অন্যতম বড় ক্রিকেট সংস্থার দায়িত্ব.....
