Skip to content

আধুনিক বাংলা সংস্কৃতি জগতের একটি বিরল প্রতিভা সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী!

নিজস্ব প্রতিবেদন : আজ ০২ মে ২০২৪, ১৯২১ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়, বাংলা কথাসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রকর ও চলচ্চিত্র পরিচালক। সত্যজিৎ রায়ের জন্ম কলকাতা শহরে। সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতি ছিল রায় পরিবারের। তাঁর পূর্বপুরুষ বাস করতেন তৎকালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে মহকুমার (বর্তমানে বাংলাদেশ) কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৪৯ সালে ফরাসি পরিচালক জঁ রনোয়ার তার ‘দি রিভার’ চলচ্চিত্রের শুটিংয়ের জন্য কলকাতায় আসেন। আর ওই সময়ই তার সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ ঘটে সত্যজিতের। সাক্ষাতে সত্যজিৎ রনোয়ারের সঙ্গে ‘পথের পাঁচালী’র চলচ্চিত্রায়ণ নিয়ে কথা বলেন। তার সিনেমা নির্মাণের পরিকল্পনা শুনে রনোয়ার তাকে উৎসাহ দেন। এর ৬ বছর পরই ১৯৫৫ সালে সত্যজিৎ নির্মাণ করেন তার প্রথম সিনেমা ‘পথের পাঁচালী’। প্রথম ছবিতেই রীতিমতো ছক্কা হাঁকান খ্যাতিমান এ নির্মাতা। সিনেমাটি ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে, যার মধ্যে অন্যতম ছিল কান চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট ডকুমেন্টরি ফিল্ম’ অর্জন। চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যকর্মেও ছিল তার অগাধ দক্ষতা। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প লিখেছেন তিনি। কালজয়ী ফেলুদা থেকে শুরু করে প্রফেসর শঙ্কু, তাড়িনি খুড়ো তার অমর চরিত্র। বাঙালির অস্কার বিজয়ের স্বপ্নকে বাস্তব করেন তিনিই। ১৯৯২ সালের ৩০ মার্চ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ৬৪তম অস্কারে বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের নাম ঘোষণা করা হয়। চলচ্চিত্রশিল্পী সারা জীবনের অবদানের জন্য বিশেষ অস্কার পেয়েছিলেন তিনি। ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি সত্যজিৎ রায় পেয়েছেন ‘বিবিসির শ্রেষ্ঠ বাঙালি’ (১৩তম) উপাধি। পাশাপাশি, তার সাফল্যের ঝুঁড়িতে আছে পদ্মভূষণ ও ভারতরত্নের মতো সম্মানজনক পুরস্কার।জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়।

সতজিৎ রায়ের জন্মদিন আজ
সত্যজিৎ রায়
সত্যজিতের জন্মদিন: মাসব্যাপী বিশেষ আয়োজন চরকির
আজ বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের শততম জন্মদিন

Latest