Skip to content

৩১ ডিসেম্বর আয়কর রিটার্ন ফাইল করার শেষ দিন। এই সময়সীমা পেরিয়ে গেল ভুগতে হবে আপনাকেই!

নিজস্ব প্রতিবেদন : ২০২২-২৩ অর্থবর্ষের আয়কর এখনও যারা ফাইল করেননি, এটাই তাদের জন্য শেষ সুযোগ।আয়কর রিটার্ন ফাইল করার শেষ দিন ৩১ ডিসেম্বর । এই সময়সীমা পেরিয়ে গেল ভুগতে হবে আপনাকেই। জানেন, সময়মতো আয়কর জমা না করলে কী হবে। এই নিয়ে ইতিমধ্যেই এক্স-এ পোস্ট করেছে আয়কর বিভাগ। সবার দৃষ্টি আকর্ষণ করে করদাতাদের বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৩ হল AY ২০২২-২৩ -এর জন্য দেরিতে/সংশোধিত ITR ফাইল করার শেষ সুযোগ। তাড়াতাড়ি করুন! নির্ধারিত তারিখের আগে আপনার ITR ফাইল করুন। যারা দেরিতে রিটার্ন দাখিল করেন, তাদের জন্য আয়কর বিভাগের ধারা 234F এর অধীনে ৫000 টাকা পর্যন্ত জরিমানা প্রযোজ্য হতে পারে। যাদের বার্ষিক আয় 5 লাখের নীচে তাদের সর্বোচ্চ ১০০০ টাকা দেরির ফি দিতে হবে।

Latest