Skip to content

একত্রিশে পা দিল আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব!

নিজস্ব সংবাদদাতা : শহরে শুরু হলো ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। খুলে গিয়েছে বিনোদনের নতুন জানলা। দেশ-বিদেশের অসংখ্য ছবির প্রদর্শনের মাধ্যমে সিনেমাপ্রেমীদের জন্য তৈরি হয়েছে এক অনন্য সুযোগ, যেখানে মিলেমিশে যাচ্ছে নানা সংস্কৃতি ও ভাবধারা। বৃহস্পতিবার ৬ নভেম্বর ,ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ নিয়েই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।উদ্বোধনী অনুষ্ঠানে আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণে ভূষিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

CM Mamata Banerjee (centre) at the inauguration on Thursday

প্রদীপ প্রজ্বলন করে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপরই মঞ্চে দুই বর্ষীয়ান শিল্পীর হাতে স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানের সঞ্চালক পরমব্রত চট্টোপাধ্যায় এবং জুন মালিয়া। মঞ্চের সামনের সারিতে দেখা গেল কিংবদন্তি পরিচালক রমেশ সিপ্পি ও তাঁর সহধর্মিণী কিরণ জুনেজা, অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়, জাতীয় পুরস্কারজয়ী পরিচালক এবং কিফ-এর চেয়ারপার্সন গৌতম ঘোষ, প্রযোজক শ্রীকান্ত মোহতাকে।

এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, পরিচালক সুজয় ঘোষ, অভিনেত্রী পাওলি দাম, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, অভিনেতা প্রসেনজিৎ, জিৎ সহ অনেকেই। সিনেমার ছন্দ ফুটিয়ে তুললেন ডোনা গঙ্গোপাধ্যায়। নৃত্যে মিশে গেল আবেগ, আলো, আর মাটির গন্ধ।

Latest