Skip to content

অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার ইন্ডিয়ান যোগা ফেডারেশনের ৪৪তম ন্যাশনাল যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার ইন্ডিয়ান যোগা ফেডারেশনের ৪৪তম ন্যাশনাল যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শ্রীবিশ্বজননী পারিষতা জিল্লেল্লামুদির আম্মার আশ্রমে। সমগ্ৰ ভারতের ১৮ টি রাজ্য থেকে ৬০৭ জন শিক্ষার্থীরা ১৬ টি বিভাগে পৃথকভাবে বালক ও বালিকারা অংশগ্রহণ করে। সারা ভারতের শতাধিক অফিসিয়াল এই প্রতিযোগিতা পরিচালনা করেন। পশ্চিমবঙ্গের ৪৮ জনের প্রতিযোগীর দল এতে অংশগ্রহণ করে যেখানে পশ্চিম মেদিনীপুর জেলার ৯ জন ছিল, এরা সকলেই বিশেষ স্থান অধিকার করে সাব জুনিয়র বালক - সূর্য মাইতি-৫ম,সাব জুনিয়র বালিকা - মন্দিরা হুই - ৪র্থ,জুনিয়ার বালক -অম্বর বটব্যাল-৩য়,সিনিয়র বালক এ- রোহন লাল জয়সওয়াল- ২য়, সিনিয়র বালিকা এ - বিন্দু বিসই-৪র্থ, সিনিয়র বালিকা বি -সৌগতা জানা - ৬ষ্ঠ, ৪০-৫০ পুরুষ- হরিসাধন পড়িয়া -১০ম, ৬০ উর্দ্ধ পুরুষ -অশোক দালাল -৫ম।

সঙ্গে ছিল ঝাড়গ্রাম জেলার ৪০-৫০ পুরুষ বিমান সাহা -৩য় , ৩০-৪০ পুরুষ শুকদেব মাহাতো ৪র্থ।পশ্চিমবঙ্গ ১৩৮ পয়েন্ট পেয়ে দলগত চ্যাম্পিয়ন ও ৯০ পয়েন্ট নিয়ে রানার্স আপ ত্রিপুরা।ছেলেদের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস বিনোদ চৌধুরী ও মেয়েদের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস অন্বেষা ভৌমিক – এরা দুজনেই পশ্চিমবঙ্গের।

এই প্রতিযোগিতায় জেলা থেকে জাতীয় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আলোক কুমার পাল, অফিসিয়াল এর দায়িত্ব পালন করেন পশ্চিম মেদিনীপুর জেলা যোগাসন সংস্থার সম্পাদক প্রশান্ত কুমার ঘোষ। পশ্চিমবঙ্গের ম্যানেজার ছিলেন দীপক কুমার শীট। পশ্চিম মেদিনীপুর জেলার এই সাফল্যের জন্য সংস্থার জেলা সভাপতি তথা স্থানীয় বিধায়ক সুজয় হাজরা সমস্ত সফল প্রতিযোগী, ম্যনেজার ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

Latest