Skip to content

বায়ুসেনার বিমানে কুয়েত থেকে কেরলে পৌঁছল ৪৫ জন ভারতীয়দের মৃতদেহ!

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ কুয়েতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত ভারতীয়দের দেহ ফিরিয়ে আনল বায়ুসেনার বিশেষ বিমান ৷ দিল্লিতে থাকা আধিকারিকরা আগেই জানিয়েছিলেন, আজ শুক্রবার ভারতীয়দের দেহ নিয়ে বিমান ফিরবে। প্রথমে কেরলে অবতরণ করবে ওই বিমান। কারণ, মৃতদের মধ্যে অধিকাংশই কেরলের বাসিন্দা। তারপর দিল্লিতে পৌঁছবে ৷৪৫ মৃতদেহের কাস্টমস, ইমিগ্রেশন ও বিমানবন্দর হেলথ অফিসের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কেরল, তামিলনাড়ু এবং কর্ণাটকে পাঠানো হচ্ছে ৩১টি দেহ। বাকি ১৪টি দেহ ঘরোয়া বিমানে পাঠানো হবে দিল্লিতে। ভারতীয়দের মরদেহ গ্রহণের জন্য কর্তৃপক্ষের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷ কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ বাহিনী এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে ৷

Latest