Skip to content

ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু চন্দননগর হাসপাতালের এক চিকিৎসক!

হুগলি, নিজস্ব সংবাদদাতা : হুগলির চন্দননগর হাসপাতালের এক চিকিৎসক জ্বরে ভুগছিলেন। আক্রান্ত হয়েছিলেন ডেঙ্গিতে। প্লেটলেট নামছিল হু-হু করে। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হয়। গত ৩০ নভেম্বর থেকে চিকিৎসাধীন ছিলেন এসএসকেএম হাসপাতালের আইসিইউতে। মঙ্গলবার মৃত্যু হয় বছর ৪৭ এর চিকিৎসকের। মৃতার নাম স্বাতী দে। স্বামী সুস্নাত দে তিনিও পেশায় চিকিৎসক। জানাযায়,হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। চিকিৎসকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন চন্দননগর হাসপাতাল কর্তৃপক্ষ ও চন্দননগর পুরনিগম।

Latest