Skip to content

মেদিনীপুর থেকে কাশ্মীর ঘুরতে গিয়ে আটকে পড়েছে ৫৯ জন পর্যটকরা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ভূস্বর্গ সত্যি আজ ভয়ংকর। গতকাল কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এই ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে সূত্রের খবর। তাঁদের মধ্যে বেশির ভাগই পর্যটক। হামলার ঘটনায় কেউ স্বামী হারিয়েছেন, কেউ আবার পুত্র! পরিজনদের হারিয়ে শোকে অনেকেই। যাঁরা প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল থেকে ফিরতে পেরেছেন তাঁদের চোখেমুখেও আতঙ্কের ছাপ। আহতদের মধ্যে অনেকে মৃত্যুর সঙ্গে লড়ছেন। সকলের একটাই প্রশ্ন, কী ভাবে এত বড় হামলার ঘটনা ঘটল?সেই আতঙ্কে মেদিনীপুর থেকে চলতি মাসের ১১ তারিখ কাশ্মীর ঘুরতে গিয়েছিল ৫৯ জন পর্যটক।

কাশ্মীরের জঙ্গি হানার বিভিন্ন টিভি চ্যানেলে খবর পাওয়ার সাথে সাথে মেদিনীপুর শহরের, তালমাল, তালপুকুর কার্গিল বস্তির, মানুষেরা তাদের পরিবারের, মা বাবা কাকা বাচ্চা সকলেই এই মৌসুমে ভারতের স্বর্গ কাশ্মীর বেড়াতে গিয়েছে। আর এই ঘটনার পর তাদের সকাল থেকেই ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না সেখান থেকে তারা পরিবার-পরিজনকে ফোন করলে তবে যোগাযোগ হচ্ছে। তারা জানাচ্ছে তারা ভালো আছে নিরাপদ জায়গায় আছে তবে পরিস্থিতির স্বাভাবিক হলেই কাশ্মীর থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া সম্ভব হবে তাদের। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে খাওয়ার সামগ্রী। টাকা ও বলতে সামান্য নিয়ে গেছিল সেও শেষ হয়ে চলে। আত্মীয়দের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। চোখের জল নিয়েই তাদের আশা দ্রুত বাড়ি ফিরে আসুক পরিবারের সদস্যরা।

Latest