নিজস্ব সংবাদদাতা : নবান্ন সূত্রে খবর,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৫ই আগস্ট পশ্চিম মেদিনীপুরের একটি ঘাটাল পরিদর্শন করবেন এবং সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন।৬ আগস্ট ঝাড়গ্রাম সফর। ঘাটাল পৌর সংস্থার আওতাধীন প্রায় ১৩টি ওয়ার্ড এবং পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন। স্কুলে উপস্থিতি কম থাকায় অনেক স্কুল পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে। মুখ্যমন্ত্রী আসার আগে শনিবার ঘাটালে এলাকা ঘুরে দেখলেন আইজি অনুপ জাসওয়াল। রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের টাকায় বিশেষ পরিকল্পনা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে ঘাটাল মাস্টার প্ল্যান-এর কাজ শুরু হয়েছে যার জন্য সেচ দপ্তরের সর্বোচ্চ পর্যায়ের আধিকারিক থেকে সংশ্লিষ্ট বিভাগীয় সমস্ত আধিকারিক, পরিকল্পনাবিদ ও স্থানীয় ত্রিস্তর পঞ্চায়েত, পুরসভা, বিধায়ক ও নেতৃত্বরা একযোগে কাজ করছেন।