পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : দশ দিনের মাথায় আবারও দত্তক দেওয়া হল একসাথে ৬টি শিশু। এই প্রথম একসাথে ৬টি শিশুর দত্তক দিল পশ্চিম মেদিনীপুর জেলা চাইল্ড প্রটেকশন ইউনিট এর অ্যাডপশন কমিটি। এর মধ্যে ৫টি শিশু রাজ্যের মধ্যে এবং একটি শিশু ছত্তিশগড় যাচ্ছে। ১৫ জানুয়ারি সাড়ে তিন বছরের পুত্র সন্তানকে দত্তক নিয়েছিল ইতালির এক দম্পতি। ২১ ফেব্রুয়ারি বেলজিয়ামের এক দম্পতি দুই শিশু কন্যাকে দত্তক নেন। আজ শনিবার জেলা শিশু সুরক্ষা দপ্তরে অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) কেম্পা হুন্নাইয়া। তিনি বলেন, "২০১৯ সাল থেকে আজ পর্যন্ত ৫২টি শিশুকে দত্তক দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৩০টি শিশু রয়েছে সরকারি হোমে। উদ্ধার হওয়া শিশুদের হোমে রাখার পর পোর্টালে আপলোড করা হয়। সেই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন দম্পতিরা। নিয়ম অনুযায়ী দত্তক দেওয়া হয়।" তিনি আরও বলেন, শুধু দত্তক দেওয়া নয়, "সেই সব শিশুরা তারপরেও কেমন রয়েছে তার খোঁজ খবর রাখা হয়।" জেলা শিশু সুরক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৬টি শিশু বিদেশে গিয়েছে। এদিন যাদের দত্তক দেওয়া হয়েছে তাদের অভিভাবকেরা জানান, শিশুদের পড়াশুনা করানো ছাড়াও তাদের উপযুক্ত করে তোলায় লক্ষ্য। দেখভালে কোন খামতি থাকবে না। এদিনের ৬টি শিশুর মধ্যে ৪টি কন্যা সন্তান রয়েছে। হুগলি, হাওড়া, কলকাতা, নদীয়া, নর্থ ২৪ পরগনা এবং ছত্তিশগড় দত্তক যাচ্ছে এই শিশু। ৭ বছর থেকে ৯ বছরের মধ্যে ৩টি শিশু রয়েছে, দেড় বছর থেকে আড়াই বছরের মধ্যে তিনটি শিশু রয়েছে।