নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশের লখনউ জেলার কাকোরি এলাকায় ঘটেছে এক অমানবিক চাঞ্চল্যকর ঘটনা। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। অভিযোগ, মন্দির ‘অপবিত্র’ করার অপরাধে ৬৫ বছরের এক অসুস্থ দলিত বৃদ্ধকে প্রকাশ্যে মারধর করা হয় এবং তাকে জোর করে প্রস্রাব চাটতে বাধ্য করা হয়। এই অমানবিক ঘটনার পর ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত বৃদ্ধের নাম রামপাল। রামপাল বয়সজনিত নানা অসুস্থতা ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। জানাযায়, গত সোমবার মন্দিরের উঠোনে বসে থাকাকালীন অসুস্থতার কারণে ভুলবশত মন্দির প্রাঙ্গণের ভিতরে প্রস্রাব করে ফেলেন রামপাল। সঙ্গে সঙ্গে ছুটে আসেন একদল যুবক। মন্দির ‘অপবিত্র’ হয়েছে বলে ওই বৃদ্ধকে ঘিরে ধরে হেনস্থা করতে থাকেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানাই, স্থানীয় বাসিন্দা স্বামীকান্ত (পাম্মু) নামের এক ব্যক্তি মন্দিরে দলিত বৃদ্ধকে নির্মমভাবে মারধর করে। শুধু তাই নয়,মন্দির চত্বরকে ফের ‘পবিত্র’ করতে অসুস্থ বৃদ্ধকে নিজের প্রস্রাব চাটতে বাধ্য করেন তিনি। সকলের সামনেই চলতে থাকে জাত তুলে অশ্রাব্য গালিগালাজ। ঘটনার পর পরই আক্রান্ত বৃদ্ধ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কাকোরি থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত স্বামীকান্তকে গ্রেফতার করে। কাকোরির এসিপি শাকিল আহমেদ জানিয়েছেন — “অভিযুক্তের বিরুদ্ধে এসসি/এসটি (অনুসূচিত জাতি ও উপজাতি) নির্যাতন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”
