নিজস্ব প্রতিবেদন :৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করলেন জার্মান ও বায়ার্ন মিউনিখ লেজেন্ড ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের নাম উঠলে, তাঁর নাম একেবারে উপরের সারিতে আসবে। ফুটবলার এবং কোচ, দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর। সোমবার পরিবারের তরফে বিবৃতি দিয়ে বেকেনবাওয়ারের মৃত্যুর খবর জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে রবিবার গভীর রাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের। আশা করছি কঠিন সময়ে সকলে আমাদের পাশে থাকবেন।'বিশ্ব ফুটবলে বেকেনবাওয়ার 'ডার কাইজার' নামে পরিচিত। যার অর্থ যে সামনে থেকে নেতৃত্ব দেন। সত্যিই জার্মানি ফুটবলকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন বেকেনবাওয়ার। জার্মান ফুটবলে তিনি ছিলেন 'ভগবান'। পেলে, দিয়াগো মারাদোনা, গ্যারিন্সা— এঁদের সঙ্গে এক বন্ধনীতে উচ্চারণ করা হয়ে বেকেনবাওয়ারের নাম। ইনি ছিলেন শিল্পী ফুটবলার।এক সময় পেলে বেকেনবাওয়ারের সম্পর্কে বলেছিলেন, 'কাইজার শুধুমাত্র গোলরক্ষক পজিশনেই খেলতে পারতেন না, তিনি ছিলেন একজন টোটাল ফুটবলার।' ১৯৭৪ সালে জার্মানি দলের অধিনায়ক ছিলেন কাইজার। কলকাতা ফুটবল ময়দান থেকে সে সময় যাঁরা বিশ্বকাপের মঞ্চে খেলা দেখতে গিয়েছেন, তাঁরা বারবার একটা কথাই বলেছেন বেকেনবাওয়ারের সঙ্গে আমরা হাত মিলিয়ে এসেছি। এটা অনেক বড় প্রাপ্তি। বেকেনবাওয়ার শুধু ফুটবলের একজন পথিকৃত নন, তিনি একজন ফুটবল প্রশাসক হিসেবেও সুনাম অর্জন করেছিলেন। বেকেনবাওয়ার জার্মান ফুটবল সংস্থার শীর্ষ আধিকারিকও হয়েছিলেন। খেলোয়াড়রা প্রশাসনে আসতে পারেন না, সেই ধারণাকে একেবারের নস্যাৎ করে দিয়েছিলেন তিনি।