Skip to content

মেদিনীপুর শহরের কালেক্টর মোড়ে বছর ৮৫ এক বৃদ্ধা মহিলার টাকার ব্যাগ ছিনতাই !

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার সকাল ৯টা নাগাদ মেদিনীপুর শহরের কালেক্টর মোড়ে বছর ৮৫ এক বৃদ্ধা মহিলার টাকার ব্যাগ ছিনতাই করে পালালো একক টোটো চালক। যদিও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধার সহযোগিতায় এগিয়ে আসে সংলগ্ন টোটো স্ট্যান্ডের উপস্থিত সকল টোটো চালক ভাইরা। জোর করে ব্যাগ ছাড়াতে গিয়ে ওই বৃদ্ধার হাতে কিছুটা আঘাতও লাগে। বৃদ্ধাকে উপস্থিত টোটো চালকরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। জানা যায়, বেশ বছর যাবৎ নির্মলা হাজারি নামক ওই বৃদ্ধা কেশপুরের বগছড়ি থেকে মেদিনীপুর আসে মুড়ি বিক্রি করতে। আজ কালেক্টর মোড়ে তার সঙ্গে এই ঘটনাটি ঘটে। উপস্থিত টোটো ইউনিয়নের সেক সাজু ঘটনা টিকে ধিক্কার জানাই। আরও বলেন যে নেশাগ্রস্থ অবস্থায় যেসব টোটো চালকরা টোটো চালাচ্ছে প্রশাসন যেন দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তারই আবেদন জানিয়েছেন। এমনকি ১৮ বছরের নিম্নে অনেকেই টোটো চালাচ্ছেন সেটার দিকে যেমন নজর দেওয়া হয়। পুলিশ ওই ঘটনায় যুক্ত টোটো চালককে চিহ্নিত করতে পেরেছেন। দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই আশ্বাস দিয়েছেন।

Latest