নিজস্ব প্রতিবেদন : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অভিনব উদযাপন ভারতীয় রেডক্রস সোসাইটির ও গান্ধী মিশন ট্রাস্টর। নারীদের সংগ্রাম, তাদের লড়াই এবং সমতার অধিকারকে সম্মান জানিয়েছে।৮ই মার্চ শনিবার ভারতীয় রেডক্রস সোসাইটির উদ্যোগে গান্ধী মিশন ট্রাস্ট এবং স্বাস্থ্যবিভাগ (পশ্চিমবঙ্গ সরকার) এর সহযোগিতায় বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের চন্দননগর গ্রামে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি পালিত হয়। এদিন ১৩০ জনেরও বেশি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও রোগীরা এসেছিলেন চিকিৎসা পরিষেবা নিতে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা: শুভ দাস ,ডা: শিশির দাস, ভারতীয় রেডক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখা শুভদীপ সিংহ রায়,র্অভিজ্ঞ সিস্টার ঝুমা ঘোষ। উপস্থিত ছিলেন বীরসিংহ গ্রাম পঞ্চায়েত প্রধান প্রশান্ত রায়, প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত,প্রাক্তন প্রধান শিক্ষক তাপস পড়েল,রামমোহন চক্রবর্তী প্রমুখ।গান্ধী মিশন ট্রাস্ট -এ নারায়ণ ভাই বলেন একজন রোগীকে সেবা শুশ্রূষা করার পর তিনি যখন আমাদের আশীর্বাদ করেন, বা ধন্যবাদ জানান, তখন একটা আলাদাই অনুভুতি হয়।
