পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ৮ম বর্ষ সরস্বতীদেবীর আরাধনায় মেতে উঠলেন খড়্গপুর স্টেশনের পাশে বোগদায় অবস্থিত প্রেস ক্লাব অব খড়্গপুর । এই পুজো উপলক্ষ্যে তিনদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় দোকানদার, বাসিন্দাদের মধ্যে ছিল খুশির বাতায়ন। সূচনা দিন ছাড়াও অন্যান্য দিনে বিভিন্ন গুনীজনের মধ্যে উপস্থিত ছিলেন খড়গপুর পৌরসভার পৌরপ্রধান কল্যানী ঘোষ, কাউন্সিলার বনতা মুরলী, সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত, বিক্রম রাও. সুচিত্রা জানা, সমীর গুহ, রুপেশ বসু প্রমুখ। পূজোতে বিশেষ আকর্ষন ছিল কবি সম্মেলন, সম্বর্ধনা। অনুষ্ঠান, শিশুদের নৃত্যানুষ্ঠান। দুঃস্থ মানুষদের কম্বল বিতরনের পাশাপাশি প্রায় হাজার মানুষকে ভোগ বিতরন করা হয় পুজোর সমাপ্তি দিনে।