Skip to content

দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি নিদর্শন এখনো রয়ে গেছে বিষ্ণুপুরের বুকে!

1 min read
বিষ্ণুপুর থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে পরিত্যক্ত একটি বিমানঘাঁটি

বাঁকুড়া সংবাদদাতা : পশ্চিমবঙ্গের মধ্যে একাধিক ঐতিহাসিক স্থান রয়েছে, যেখানে ইতিহাস আজো কথা বলে। কারণ ইতিহাসের আমলে তৈরি নানা স্থাপত্য এখনো একইভাবে সদর্পে দাঁড়িয়ে রয়েছে মাটির বুকে। রাজ্যের নানা ঐতিহাসিক স্থানের মধ্যে অন্যতম হল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। এমনকি দেশবিদেশের নানা প্রান্ত থেকেও হাজার হাজার পর্যটক এই শহরে ভিড় জমান।তবে বিষ্ণুপুরের বাইরেও রয়েছে এমন কিছু স্থান, যা দেখলে আপনার মনে পড়বে সুদূর ইতিহাসের কিছু কথা। বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি নিদর্শন এখনো রয়ে গেছে বিষ্ণুপুরের বুকে। এই স্থানটি সম্পর্কে অনেকেই এখনও জানেন না। । কারণ প্রাচীনকালে তৈরি নগরের নানা চিহ্ন এখনো রয়ে গেছে বিষ্ণুপুরের মাটিতে। লালমাটির দেশের এই শহর তাই রাজ্যের পর্যটন স্থলগুলির মধ্যে অন্যতম স্থান দখল করে। বিষ্ণুপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে পরিত্যক্ত একটি বিমানঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমানঘাঁটি তৈরি করা হয়। এখন সেই বিমানঘাঁটির কোনো চিহ্ন না থাকলেও, ফাঁকা স্থান এবং তার উপর মোটা কংক্রিটের রানওয়ে এখনো বিদ্যমান সেখানে। এটি পিয়ারডোবা এরোডোম বামেও পরিচিত। এটি মূলত যুদ্ধে বিমান ওঠানামা করার জন্য তৈরি করা হয়েছিল। ১৯৪৩ সালে এটিকে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বিমান বাহিনীর বোম্বার কমান্ডের বেস হিসাবে গড়ে তোলা হয়েছিল। তবে এই এয়ারফিল্ড ১৯৪৫ সালের ২৬ শে সেপ্টেম্বর বন্ধ হয়ে যায়। এই এয়ারফিল্ডের যুদ্ধোত্তর ইতিহাস আজ অস্পষ্ট। তবে আজও বিশাল, বিস্তৃত যুদ্ধকালীন এয়ারফিল্ডটি পরিত্যক্ত এবং বেহাল অবস্থায় রয়ে গেছে যুদ্ধের সাক্ষী হিসেবে।

Latest