Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত চড়কা গ্রামে হঠাৎই গাছের ডালে আগুন!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত আমড়াকুচি গ্রাম পঞ্চায়েতের চড়কা গ্রামে শুক্রবার রাতের
হঠাৎই গাছের ডালে আগুন। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য গ্রাম জুড়ে। ঘটনায় গ্রাম জুড়ে শুরু হয়েছে নানা কথা। গ্রামের মানুষদের মুখে শোনা যাচ্ছে বিভিন্ন রকমের কথা। কেউ বলছেন এটা অলৌকিক ঘটনা আবার তো কেউ কেউ বলছেন বাজির আগুন ছিটকে গিয়ে গাছের ডালে পড়ে এই ঘটনা ঘটেছে। গ্রামের মানুষেরা জল দিয়ে গাছের ডালে লাগা আগুনকে নিভিয়ে ফেলে।স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর চড়কা গ্রামের মানুষেরা গ্রামের মধ্যে থাকা একটি আস্তানার পাশে থাকা বটগাছের ডালে আগুনের শিখা দেখতে পায়। আগুন ক্রমশই বাড়তে দেখে স্থানীয় মানুষদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তড়িঘড়ি স্থানীয় মানুষেরা জল দিয়ে আগুন নিভিয়ে ফেললেও ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় নানা জল্পনা। যদিও গ্রামের একাংশ মানুষের অনুমান, মুসলীম সম্প্রদায়ভুক্ত মানুষদের অন্যতম উৎসব শবেবরাত থাকায় গ্রামের বাচ্চারা পটকা ফাটায়। সেই পটকা থেকেও কোনও ভাবে আগুন ছিটকে গিয়ে গাছের ডালে আগুন লাগতে পারে। তবে এই ঘটনাকে ঘিরে চড়কা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।

Latest