নিজস্ব সংবাদদাতা : ১৯শে মে সোমবার সকাল ১০:২০ নাগাদ পূর্ব মেদিনীপুরের কাঁথি এক নম্বর ব্লকের রাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবক কঙ্কাল খুঁড়ে পাচারের চেষ্টা করতেই গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায়।গ্রামের প্রাচীন কবরস্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এক যুবক। ঝোঁপঝাড়ে ঢাকা অংশে সে যখন মাটি খুঁড়ে কঙ্কাল তোলার চেষ্টা করছিল, তখনই এক গ্রামবাসীর নজরে পড়ে যায়। তৎক্ষণাৎ গ্রামবাসীরা তাকে ধরে ফেলে ও জিজ্ঞাসাবাদ শুরু করে। যুবকের অসংলগ্ন কথায় সন্দেহ আরও ঘনীভূত হয় গ্রামবাসীদের। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গ্রামে। ভিড় জমে যায় কবরস্থানে।গ্রামবাসীরা অভিযুক্ত যুবককে আটক করে খবর দেয় কাঁথি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও উত্তেজিত জনতা যুবককে পুলিশের হাতে তুলে দিতে রাজি হচ্ছিল না। তৈরি হয় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পূর্ব মেদিনীপুরের কাঁথি কবরস্থান থেকে এক যুবক কঙ্কাল খুঁড়ে পাচারের চেষ্টা!
