নিজস্ব সংবাদদাতা : আবার আগুন জ্বলছে মণিপুরে। রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়াচ্ছে। বিক্ষোভের মধ্যে পড়তে হচ্ছে রাজ্যের মন্ত্রী-বিধায়দের। এমনকি ভাঙচুর চালানো হয়েছে অনেক বিধায়কের বাড়িতেও। তারই মধ্যে মণিপুরের জনস্বার্থ ও কারিগরি মন্ত্রী লেইশাংথেম সুসিন্দ্র মেইতেই নিজের বাড়ির সামনে তৈরি করেছিলেন বাঙ্কার। এবার নতুন করে উত্তপ্ত মণিপুর। ৯০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে রাজ্যে পাহারা দেবে মোট ২৮৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিংহ শুক্রবার রাজধানী ইম্ফলে জানিয়েছেন, প্রয়োজন মতো এই বাহিনী মোতায়েন করা হবে রাজ্যবাসীর প্রাণ এবং সম্পত্তিরক্ষার জন্য। মণিপুরের সব এলাকাতেই কিছু দিনের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কোথাও নিরাপত্তার কোনও ফাঁক থাকবে না। প্রতি জেলায় খোলা হবে নতুন সমন্বয়ক সেল এবং যৌথ কন্ট্রোল রুম।