Skip to content

আলোর মালায় সেজে উঠেছে মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম চার্চের স্কুল ও মাঠে!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম চার্চের স্কুল ও মাঠ খ্রিস্টান ধর্মাবলম্বীরা মেতে উঠছে বড়দিনের উৎসব। নির্মল হৃদয় আশ্রম চার্চের মাঠে ৩৬ বছর পুরনো এই মেলাকে নিয়ে উৎসাহিত মেদিনীপুরের মানুষ।এবারও মেদিনীপুরের ঐতিহাসিক চার্চের মেলা উৎসবের জন্য প্রচুর মানুষের সমাগম হবে। সেই কারণে থাকছে বাড়তি নিরাপত্তা। কোন দুর্ঘটনা না ঘটে তার জন্য সি সি টিভি ক্যামেরা লাগানো হয়েছে মেলা প্রাঙ্গণে।মেলা ও স্কুল কর্তৃপক্ষের দাবি, সোমবারের জায়গায় বড়দিন রবিবারের পড়লে ভিড় আরও বাড়ত। কারণ, আজ সরকারি কর্মীদের ছুটি থাকলেও বেসরকারি অনেক সংস্থারই অফিস খোলা। ৩১ ডিসেম্বর পড়েছে রবিবার।ফাদার ভিনসেন্ট লোবো বলেন, "প্রভু যীশুর কাছে এবারে একটাই প্রার্থনা থাকবে এই মহামারী যেন আর কখনও না আসে এই জগতে। মানুষ যেন শান্তিতে বসবাস করে, সকল রোগ জ্বালা থেকে যেন মুক্তি পায়।" বড়দিনে মেদিনীপুর চার্চে মানুষের ঢল নামল। ফুলে দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা চার্চ। মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম চার্চে দেখা গেল এমনই ছবি। বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ভিড় সামলাতে নাজেহাল কর্তৃপক্ষ।

May be an image of 10 people, dais and temple
May be an image of lighting and text

Latest