নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত নিউটাউন সিআইএসএফ কলোনির কাছে ইস্কোর কারখানার পাশের একটি জায়গায় বিস্ফোরণ ঘটে। এমনকি বিস্ফোরণের জেরে সেখানে আগুন লেগে যায়। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। বিস্ফোরণের পর স্থানীয়েরা সিলিন্ডার জ্বলতেও দেখতে পান বলে জানা গিয়েছে। এই ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হীরাপুর থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলকেও। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, ওই জায়গায় মজুত করা ছিল কারখানার লোহা মিশ্রিত ছাই বা ‘সলিড ফ্লাই অ্যাশ’। মনে করা হচ্ছে, সিলিন্ডার বিস্ফোরণের পরেই ওই লোহা মিশ্রিত ছাইয়ের মাধ্যমে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।এলাকাবাসীদের অভিযোগ, তিন বার বিকট শব্দও শোনা যায়। তার পরেই দাউ দাউ করে আগুন এবং সঙ্গে কালো ধোঁয়া দেখা যায়। যদিও ফ্লাই অ্যাশ কতৃপক্ষের দাবি, অত্যাধিক গরমের কারণে এই আগুন লেগেছে। হীরাপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কারখানাটিতে অন্য কোনও দাহ্য পদার্থ ছিল কি না সেই বিষয়টিও খতিয়ে দেখছে তারা।