Skip to content

ঘাটালে এসে হিরণকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়!

নিজস্ব সংবাদদাতা : রবিবার কেশপুরে দেব-এর সমর্থনে একটি নির্বাচনী প্রচার সভায় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের নাম মুখে আনতে অস্বীকার করেন অভিষেক। হিরণকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘দু’নম্বরি লোকটার নাম নেব না। প্রার্থীর নাম নিলে সভার পরিবেশ খারাপ হবে। আমরা যে ক’টাকে দল থেকে বার কর দিই, সেই আবর্জনাগুলোকে বিজেপি তাদের মাথার উপর তুলে রাখে। দেব হিরণকে সৌজন্যে দিয়ে বলেন, ওর সিনেমার কেরিয়ারে একেবারেই শেষ। এখন যতটা যা টিকে আছে পুরোটাই রাজনীতি করে।

Latest