নিজস্ব সংবাদদাতা : বুধবার বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির বৈঠকে বসেছিলেন অভিষেক। লোকসভা নির্বাচনের এই কৌশল বৈঠক থেকেই এই বার্তা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। লোকসভা ভোটে বীরভূমের কোনও পকেটে তৃণমূলের খারাপ ফল হলে, কড়া ব্যবস্থা নেওয়া হবে দলের তরফে। সূত্রের খবর, বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকে এই বার্তাই দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা যাচ্ছে, যে এলাকা থেকে ফল খারাপ হবে, সেখানকার পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর, ব্লক সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বৈঠকে জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। এদিনের বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, দলের অন্দরে কোন্দল কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কারও যদি কিছু বলার থাকে, তা শোনা হবে, তবে ভোটের পরে। সেই বার্তাও দেওয়া হয়েছে বলে খবর। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় অবশ্য এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বীরভূম জেলার দুটি লোকসভা আসন থেকেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, ‘তৃণমূলের জয়ের ব্যবধান দু’টি আসন থেকেই আগামী দিনে বাড়বে। বোলপুর থেকেও বাড়বে এবং বীরভূম থেকেও বাড়বে।’
তৃণমূলের বীরভূম জেলার সহসভাপতি মলয় মুখোপাধ্যায় এদিনের বৈঠক প্রসঙ্গে বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোকাল টনিক দিয়ে গিয়েছেন। সকলকে উদ্বুদ্ধ করে গিয়েছেন। তিনি বলেছেন, সমস্ত ব্লকের খবর তাঁর কাছে আছে। তিনি চাইছেন, যে ব্লকগুলি এখনও পিছিয়ে রয়েছে, তারা যাতে সম্পূর্ণরূপে ঝাপিয়ে পড়ে। তিনি বলেছেন, নির্বাচনে ভাল ফল করলে ভাল পুরস্কার পাওয়া যাবে। খারাপ ফল হয়ে তিরস্কার হবে।’