নিজস্ব প্রতিবেদন : তৃণমূলের নবীন-প্রবীণ দ্বন্দ নিয়ে বেশ কয়েক দিন ধরে রাজ্যে আলোচনা চলছে। শাসকদলের একাধিক নেতার বিভিন্ন মন্তব্যে প্রশ্ন ওঠে 'তৃণমূলের অন্দরে সব ঠিক আছে তো?'। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যখন প্রবীণদের বাড়তি গুরুত্ব দেওয়ার কথা শোনা গিয়েছে, অভিষেক তখন 'রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা থাকা উচিত' বলে মন্তব্য করেন। অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছিল, আসন্ন লোকসভা নির্বাচনে তিনি ডায়মন্ডহারবারের মধ্যে সীমাবন্ধ রাখতে চান। এই নিয়ে বিস্তর চর্চা শুরু হয়। অভিষেকের সঙ্গে দলের সমীকরণ নিয়ে চর্চার মধ্যেই নয়া মোড়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন সন্ধেবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।