পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : আজ, শনিবার বেলদা স্টেডিয়ামের সেই সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। সূত্রের খবর, সেই সভায় যোগ দিতে পারেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী (দেব)।ঘাটাল থেকেই দেবকে সঙ্গে নিয়ে মেদিনীপুরের মাটিতে প্রচার শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সভা স্থগিত হয়ে যায়। প্রার্থী তালিকা প্রকাশের পর দেব প্রচার শুরু করেন। প্রচার শুরু করেছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুনও।বেলদা বেলা তিনটে নাগাদ তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়ার সমর্থনে সভা করবেন অভিষেক। তবে এদিনের সভা থেকে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন জেলার কর্মী সমর্থকরা। সূচি বদলে তাঁর লোকসভা কেন্দ্রে প্রথম আসছেন অভিষেক। জুন মালিয়ার সমর্থনে সেই সভায় অভিষেক যে কেন্দ্রের বাংলার প্রতি বঞ্চনার কথাই তুলে ধরবেন এ দিন তা স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন কেন্দ্র ১০০ দিনের কাজ ও আবাস প্রকল্পে টাকা দেয়নি। এ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছিলেন।