পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ) চন্দ্রকোনা রোড আঞ্চলিক শাখার পক্ষ থেকে গড়বেতা- ৩ নং ব্লকের ২০২৪ উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের ৪৭২ নম্বর পেয়ে ব্লকে প্রথম হওয়া, রসকুন্ডু হাই স্কুলের ছাত্রী নিবেদিতা লাহাকে তার গ্রাম নেড়েকোপাতে গিয়ে উত্তরীয়, পুষ্পস্তবক, স্মারক,মিষ্টি, ফুলের চারা দিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি পড়াশোনায় উৎসাহিত করার জন্য নগদ দু'হাজার টাকা এককালীন স্কলারশীপ হিসেবে দেওয়ার হয়। বহু প্রতিবন্ধকতা ও প্রতিকূলতাকে জয় করে নিবেদিতার অসামান্য সাফল্যে খুশি তার বাবা-মা-দিদি, পরিবার-পরিজন- আত্মীয় - স্বজন ও আপমর এলাকাবাসী। পাশাপাশি খুশি তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা - শিক্ষাকর্মীবৃন্দ এবং নিখিল বঙ্গ শিক্ষক সমিতির চন্দ্রকোনারোড আঞ্চলিক শাখা । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আঞ্চলিক শাখার সভাপতি স্বপন মন্ডল, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সোনালী সিংহ ভট্টাচার্য, জোনাল সম্পাদক উত্তম মান্না,জোনাল সহ-সম্পাদক জাকির হোসেন খাঁন, জোনাল নেতৃত্ব পিন্টু বাগ ও রসকুন্ডু হাই স্কুলের শিক্ষক অমল ঘোড়াই প্রমুখ।